প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:০৯

শিলকের জমি বিরোধ নিয়ে নূরুল ইসলাম মন্ডলের সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তিঃ
শিলকের জমি বিরোধ নিয়ে নূরুল ইসলাম মন্ডলের সংবাদ সম্মেলন

বগুড়ায় শিলক মৌজার জমি সংক্রান্ত বিরোধ ও অবৈধ খাজনা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নূরুল ইসলাম মন্ডল। তিনি প্রশাসনের কাছে স্বচ্ছতা, ন্যায্যতা এবং প্রভাবশালীদের অবৈধ চাপ থেকে জমি রক্ষার দাবি জানিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মন্ডল বলেন, শিলক মৌজা সি.এস. খতিয়ান ২৫ নং-এর আতাউল্লাত সরকারের মৃত্যুর পর তার পুত্র কছির, হাবিব ও অন্যান্যদের নামে এম.আর.আর. খতিয়ান ৪৪ নং প্রকাশিত হয়। তিনি অভিযোগ করেন, তাঁর ক্রয়কৃত ২৮৪৯ দাগের জমি দুর্নীতিপূর্ণভাবে অন্যদের নামে রেকর্ড করা হয়েছে এবং এতে তার বৈধ জমি দখলের চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “পরবর্তীতে ২১২ এম.আর.আর. খতিয়ানের স্থলে ৪৪ নং খতিয়ানকে ভুয়া কবলা করে আমার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এ জমি বৈধভাবে আমার নামেই। অন্যদের ক্রয়-বিক্রয় বৈধ নয়।”

নূরুল ইসলাম মন্ডল আব্দুল মান্নান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভীতি প্রদর্শন, জোরপূর্বক দখল ও স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, যাতে এই জমি বিরোধ দ্রুত সমাধান হয়, বৈধ মালিকানা নিশ্চিত হয় এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বাদী হিসেবে মামলাটি নথিভুক্ত আছে— মামলা নং-১৬৭/২৫, সহকারী জজ আদালত, কাহালু, বগুড়া।

উপরে