প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:১১

রেজাউল করিম লাবু ন্যায্য বিচার ও পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তিঃ
রেজাউল করিম লাবু ন্যায্য বিচার ও পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবু শনিবার (১০ জানুয়ারি) বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের বহিষ্কারাদেশের পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, তাকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জেলা যুবদলের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম লাবু অভিযোগ করেন, “এই সিদ্ধান্ত শুধু আমার প্রতি অবিচার নয়, বরং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনোবলে আঘাত করেছে। দলীয় শৃঙ্খলার নামে একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত চাপানো হচ্ছে, যা সংগঠনকে দুর্বল করে।”

তিনি জানান, ছাত্র অবস্থান থেকে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। “আমার মতো একজন নিবেদিতপ্রাণ নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করে এই ধরনের পদক্ষেপ নেওয়া যায় না। আমি দাবি করি, আমার বহিষ্কারাদেশ পুনঃবিবেচনা করতে হবে এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে।”

রেজাউল করিম লাবু আরও বলেন, জেলা যুবদলের কমিটিতে কিছু সুবিধাবাদী ও স্বার্থান্বেষী নেতাদের প্রভাব রয়েছে, যা তিনি প্রতিবাদ করেছেন। তার মতে, এই প্রতিবাদই যদি ‘দলীয় বিরোধী’ হিসেবে দেখা হয়, তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ অংশে তিনি বলেন, “আমার প্রতিবাদ শান্তিপূর্ণ ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্যেই থাকবে। ন্যায়ের পক্ষে, ত্যাগী নেতাকর্মীদের সম্মানের পক্ষে আমার অবস্থান থেকে আমি এক চুলও সরে আসবো না।”

রেজাউল করিম লাবু সাংবাদিকদের উদ্দেশ্যে আবেদন করেন, কেন্দ্রীয় যুবদল ও বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ যেন তার বহিষ্কারাদেশ পুনঃবিবেচনা করেন এবং তার দাবি অনুযায়ী নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ করেন।

উপরে