পাওনা টাকা তুলতে বেরিয়ে নিখোঁজ, শেরপুরে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলায় হামিদুল মন্ডল (৫০) নামে এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হামিদুল মন্ডল জামালপুর গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে স্থানীয়রা গ্রামের পাশের একটি মাঠে ধানক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
