প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০০:০৫

গাবতলীতে জমি বিরোধে কুপিয়ে হত্যা, নারীসহ ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে জমি বিরোধে কুপিয়ে হত্যা, নারীসহ ৪ জন আহত

বগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের মধ্যপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহতরা হলেন—জেমি বেগম (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) এবং তাদের বাবা আতাউর রহমান (৫৫)। তারা সবাই গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মৃত বুলু প্রামানিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের পরিবারের প্রায় দেড় বছর ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র নিয়ে আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা চালায়। মাথায় এলোপাতাড়ি কুপিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আতাউর রহমান ও তার পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে নারীসহ চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা নিহত আবু বক্কর সিদ্দিককে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপরে