প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০০:১২

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়: গ্রেফতার পাঁচজনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়: গ্রেফতার পাঁচজনের জামিন নামঞ্জুর

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গ্রেফতার পাঁচ আসামির জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পৃথক তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত করেন।

গ্রেফতার আসামিরা হলেন— শেরপুর উপজেলার শুভগাছা গ্রামের কামরুজ্জামানের ছেলে পিয়াল হোসেন, নন্দীগ্রাম উপজেলার হাটধুমা পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রিয়াদুল জান্নাত, গাবতলী উপজেলার মরিয়া পশ্চিমপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার দহপাড়া গ্রামের ইউসুফ উদ্দিনের মেয়ে শরিফা খাতুন এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলার শংকরপুর এলাকার সৈয়দ জামানের মেয়ে সুরাইয়া আক্তার।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বগুড়ার বিভিন্ন কেন্দ্রে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়।

পরবর্তীতে আদমদিঘী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, সারিয়াকান্দি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ মিয়া এবং একই উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহতাবুর রহমান বগুড়া সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। পরে আটক পরীক্ষার্থীদের গ্রেফতার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলাগুলোর তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম, এসআই সিরাজুল ইসলাম ও এসআই আব্দুল খালেক রোববার আদালতে হাজির হয়ে পাঁচ আসামির রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে জামিন প্রার্থনা করেন।

শুনানি শেষে আদালত উভয় আবেদনই নামঞ্জুর করেন।

উপরে