প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০০:১৮

বগুড়ায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি, শোকজের জবাবে পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি, শোকজের জবাবে পদত্যাগের ঘোষণা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল সানিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না—সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তবে দলীয় শোকজের জবাব না দিয়ে আবদুল্লাহ আল সানি সংগঠনের জেলা যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ সোমবার ১২ জানুয়ারি দুপুরে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবদুল্লাহ আল সানিকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের জবাব না দিয়ে উল্টো পদত্যাগের ঘোষণা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক -দপ্তর- মাইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার -১১ জানুয়ারি- রাত ১১টার দিকে আবদুল্লাহ আল সানিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হবে না—তা জানতে ২৪ ঘণ্টার মধ্যে জেলা আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়।

এদিকে শোকজের জবাব না দিয়ে আবদুল্লাহ আল সানি জেলা আহ্বায়কের কাছে একটি চিঠি পাঠিয়ে যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি চান। চিঠিতে তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার ও ইনসাফের দাবিতে তিনি নিজের জীবনসহ সব দুনিয়াবি স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত। ওই চিঠিতে তিনি নিজেকে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক হিসেবে পরিচয় দেন।

এর পরিপ্রেক্ষিতে জেলা এনসিপির পক্ষ থেকে এক বিশেষ ঘোষণায় বলা হয়, আবদুল্লাহ আল সানি ১১ জানুয়ারি রাত ২টার দিকে ফেসবুকে বিভ্রান্তিমূলকভাবে পদত্যাগের ঘোষণা দেন, যা প্রতারণামূলক ও গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। প্রকৃতপক্ষে ১১ জানুয়ারি রাত ১১টা থেকে তিনি কোনো পদে বহাল নেই। ফলে তার তথাকথিত পদত্যাগপত্র ভিত্তিহীন ও শঠতাপূর্ণ।

ঘোষণায় আরও বলা হয়, বর্তমানে বগুড়া জেলা এনসিপির সঙ্গে আবদুল্লাহ আল সানির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার যেকোনো বিশৃঙ্খল কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে বগুড়া জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজ আহম্মেদ রুবেল অভিযোগ করেন, আবদুল্লাহ আল সানির নির্দেশে গত শনিবার শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির কার্যালয় দখল করা হয় এবং সেখানে ‘জুলাইযোদ্ধা’ ব্যানার ঝুলানো হয়। এ ঘটনায় জাপা কেন্দ্রীয় নেতারা অভিযোগ করলে এনসিপি থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে আবদুল্লাহ আল সানির মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ বলেন, অন্য কোনো কারণে নয়—শুধুমাত্র দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়েই তাকে সাময়িক অব্যাহতি ও শোকজ করা হয়েছে। এনসিপির শ্রমিক উইংয়ে তার সাংগঠনিক অবস্থান নিয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে।

উপরে