গাছ ফেলে পথরোধ করে ইজিবাইক ছিনতাই, চালককে বেঁধে ফেলে রেখে পালাল দুর্বৃত্তরা
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইজিবাইকচালক হলেন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)। তিনি প্রতিদিনের মতো ভোরে নাবিল হাইওয়ে হোটেলের কর্মচারীদের যাতায়াত করানোর উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বের হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে দুলাল হোসেন ভবানীপুর সড়কে পৌঁছালে পাঁচজনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল আগে থেকেই সড়কে গাছের গুঁড়ি ফেলে তাঁর পথরোধ করে। এরপর দুর্বৃত্তরা জোরপূর্বক তাঁকে গাড়ি থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনাস্থলের আশপাশের দুইজন স্থানীয় বাসিন্দা জানান, এই সড়কে এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি বিভিন্ন সময়ে থানা-পুলিশকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত দুলাল হোসেন বলেন, ছিনতাই হওয়া ইজিবাইকটির বাজারমূল্য অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা। দুর্বৃত্তরা গাড়িটির পাশাপাশি তাঁর কাছে থাকা নগদ ৭৫০ টাকা এবং একটি মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও জানান তিনি। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
