বগুড়ার ধুনটে সেনা অভিযানে পোদ্দার বাহিনীর আস্তানা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, দুই সন্ত্রাসী গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বেড়েরবাড়ি গ্রামে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে পোদ্দার বাহিনীর আস্তানা থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই ঘটনায় দুই পেশাদার সন্ত্রাসী ফিরোজ পোদ্দার ও রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত পেশাদার অপরাধী। তারা বগুড়া ও দেশের অন্যান্য এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ফিরোজ পোদ্দারকে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে এবং রায়হান আলীকে শাহজাহানপুর উপজেলার উমরদীঘী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনা এবং বেড়েরবাড়ি গ্রামের একটি গোপন আস্তানা থাকার কথা স্বীকার করেছেন। এরপর সেনাবাহিনীর বিশেষ টিম ওই নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৯ মিলিমিটার ব্রিটিশ বুলডগ রিভলভার, দুটি চাইনিজ কুড়াল এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলের নির্মাণাধীন বাড়িটি ভাড়া নিয়ে ফিরোজ পোদ্দার ও রায়হান আলী গোপনে আস্তানা গড়ে তুলেছিলেন। এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করা হতো।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে।
