দুপচাঁচিয়ায় তিন মোটরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার
বগুড়ার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুইটি মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা তালোড়া থেকে কুন্দগ্রাম বাজারের পথে রাস্তায় ব্যারিকেড বসিয়ে দেশীয় অস্ত্রসহ ভিকটিমদের বেধড়ক মারপিট করে দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ভিকটিমরা চিৎকার শুরু করলে স্থানীয়রা মোটরসাইকেলে করে তাদের ধাওয়া করে। পরে আদমদীঘির শিববাটি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়দের সহায়তায় দুই মোটরসাইকেল এবং তিনজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
ঘটনার সময় ভিকটিমরা ছিলেন—তালোড়া রেলঘোমটি এলাকার ইয়াকুব আলীর ছেলে আজিজুল হাকিম (২৯) এবং কাহালু থানার কাজীপাড়া গ্রামের শফিউল্লাহর ছেলে সামিউল হাসান (৩৪)।
গ্রেপ্তারকৃতরা হলেন:
বিপ্লব ওরফে বিপুল (২৮), কাহালু থানার সাঘাটিয়া গ্রামের তারাজুল ইসলামের ছেলে
নুরুন্নবী (২৯), আমির আলীর ছেলে
বিজয় (২২), মৃত বাদল ফকিরের ছেলে
দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, “মোটরসাইকেল ডাকাতির ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
