বগুড়ায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ২
বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া এলাকার নেপাল চন্দ্র সরকারের ছেলে শিপন কুমার সরকার (২০) এবং একই গ্রামের সজল দাস ওরফে সঞ্জয় (১৭)।
ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়: গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে অভিযুক্ত সজল দাস তার বাড়ি ফাঁকা থাকার কথা বলে কৌশলে ছাত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল শিপন কুমার সরকার। একপর্যায়ে তারা দু’জনে মিলে মেয়েটিকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ভয়ভীতি ও হুমকি: ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে দীর্ঘ ১০ দিন বিষয়টি গোপন রাখে ওই শিশু। অবশেষে গত রোববার সে তার পরিবারকে সব কথা খুলে বললে তার মা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশের পদক্ষেপ: মামলা দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। রোববার রাতেই অভিযুক্ত শিপন ও সজলকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য হাসপাতালে এবং আদালতে পাঠানো হয়েছে।"
