প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৬

নতুন ভোটারদের হাতেই রাষ্ট্রের চরিত্র বদলের সুযোগ: উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক
নতুন ভোটারদের হাতেই রাষ্ট্রের চরিত্র বদলের সুযোগ: উপদেষ্টা ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের ফাঁপোর পশ্চিমপাড়া এলাকায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বিগত স্বৈরাচারী সরকার সংবিধান থেকে ‘হ্যাঁ-না’ ভোটের সুযোগ বাতিল করেছিল। কিন্তু এবারের গণভোটে জনগণের ইতিবাচক রায়ের মাধ্যমে আগামী দিনে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে।

তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, গণভোটে ইতিবাচক রায় দিলে রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হবে এবং বহুমুখী সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখার এই সুযোগ যেন জাতি হারিয়ে না ফেলে—সে আহ্বান জানান তিনি।

বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পাশাপাশি রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে জনগণের সরাসরি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ভোটারদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপরে