“ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যই আমাদের শক্তি” নন্দীগ্রামে সন্ন্যাসী পূজায় সাবেক এমপি মোশারফ হোসেন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোগাছী পাড়া সার্বজনীন সন্ন্যাসী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন,
“বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐক্য ও সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
