মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস (ফ্যান্সি)-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাদ্য-নগদ অর্থ বিতরণ
মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস (ফ্যান্সি)-এর আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে তাঁর পৈতৃক নিবাস ‘আজাদ মঞ্জিল’-এ পরিবারের উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল শেষে গরিব ও দুস্থ মানুষের মাঝে মিষ্টি-চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বাদ জোহর ‘আজাদ মঞ্জিল’-এ বিশেষ দোয়া ও মোনাজাত শেষে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার বড় ভাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু; গ্রিন কলাকোপা এস্টেটের মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ড. মো. বোরহান উদ্দিন, মো. মামদুদুর রহমান শিফন, শামসুন নাহার শিমু প্রমুখ।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি লালুর জ্যেষ্ঠ পুত্র মো. সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মিণী তাহরিমা আফরিন তমা এবং পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, সহমিনা আক্তার রুমা, মাওলানা হাফেজ হাবিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস (ফ্যান্সি) গাবতলী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের চতুর্থ কন্যা এবং সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালুর ছোট বোন ছিলেন।
