গাবতলীতে দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির স্বামী–স্ত্রীকে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পালানোর সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, রাত দুইটার পর গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় মুখোশ পরা ১৫–১৬ জনের একটি ডাকাতদল তাকে ঘিরে ধরে ঘরের ভেতরে প্রবেশ করে।
তিনি বলেন, ডাকাতরা তার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে বেধড়ক মারধর করে ঘরে থাকা সিন্দুক ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নেয়।
পঙ্কজ বিশ্বাস আরও জানান, ডাকাতদল তার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। একই সঙ্গে আশপাশের আরও কয়েকটি বাড়ির দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয়, যাতে কেউ বের হতে না পারে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
তিনি দাবি করেন, ডাকাতির আগে ডাকাতদল গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরি করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
