প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০১৯ ১৯:১৮
লুকিয়ে আংটি বদল টাইগার শ্রফ-দিশা পাটানির!
অনলাইন ডেস্ক
বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ এবং দিশা পাটানি কি বাগদান সেরে ফেলেছেন? অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে ইনস্টাগ্রামে তাদের ছবি।
সম্প্রতি দিশা এবং টাইগার নিজেদের ইনস্টাগ্রামে একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দু’জনের আঙুলে দুটি আংটি। ছবির ক্যাপশনে দিশা লিখেছেন, ‘কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি’। অন্যদিকে টাইগার শ্রফ তার ছবির ক্যাপশনে লিখেছেন ‘আমাকে নিয়ে নেয়া হয়েছে।’ আর এনিয়েই যত জল্পনা চলছে বিনোদন জগতে। অনেকেরই ধারণা বিয়ের প্রথম পর্ব সেরে ফেলেছেন এই জুটি।
টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো চলছে বলিউডের অন্দর মহলে। এই জল্পনারও যথেষ্ট কারণও রয়েছে। বিভিন্ন জায়গায় একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছেন এই যুগল। কখনও উইকেন্ড ডিনারে, আবার কখনও বিয়ের অনুষ্ঠানে। এবার সেই জল্পনা উসকে দিয়েছে তাদের সেইসব অন্তরঙ্গ ছবি।