নিককে বিয়ের পরেও প্রিয়াঙ্কার ডেটিং অ্যাপ কেন?
সবকিছু ঠিকঠাকই ছিল। বি-টাউন অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষা ছিল, ফের রুপালি পর্দায় ঝড় তুলবেন বলিউড সুপারস্টার সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া। সেই মতো ঘোষণা, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ দিয়ে অপেক্ষার অবসান হচ্ছে। কিন্তু শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের অজুহাত দেখিয়ে ‘ভারত’ থেকে নিজের নাম প্রত্যাহার করেন প্রিয়াঙ্কা।
পরে ‘ভারত’-এ যোগ দেন ক্যাটরিনা কাইফ। শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে নাম প্রত্যাহার করায় প্রিয়াঙ্কার ওপর চটেছিলেন বলিউড ভাইজান। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। বিনোদন সংবাদমাধ্যমগুলো সালমান-প্রিয়াঙ্কার স্নায়ুযুদ্ধের খবরও ছেপেছে।
ভারত থেকে শিষ্টাচারহীন বেরিয়ে পড়ার পর সুযোগ পেলেই প্রিয়াঙ্কাকে খোঁচা মারতে ছাড়েন না সালমান। ভাইজানের প্রযোজনা সংস্থা থেকে আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে প্রেমময় সিনেমা ‘নোটবুক’। সম্প্রতি এ ছবির প্রচারণায় অংশ নিলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ফের প্রিয়াঙ্কাকে খোঁচা মারেন সালমান।
একটি বিনোদন পোর্টালের প্রতিবেদন বলছে, ওই অনুষ্ঠানে সালমানের কাছে গণমাধ্যমকর্মীদের জিজ্ঞাসা ছিল, সর্বত্র যখন ‘টিন্ডার’-এর মতো ডেটিং অ্যাপের জয়জয়কার, তখন ‘নোটবুক’-এর মতো ভালোবাসার গল্প কি দর্শকের হৃদয়ে দোলা দেবে? গণমাধ্যমকর্মীরা এ-ও জানান, ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ বিনিয়োগ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ভারতে সেটির উদ্বোধনও করেছেন।
‘এখন কেন ওর এটা দরকার পড়ছে?’ উল্টো এ প্রশ্ন ছুঁড়ে দেন সালমান খান। নিক জোনাসকে বিয়ের পরেও ডেটিং অ্যাপ কেন দরকার প্রিয়াঙ্কার, সেই দিকেই খোঁচা সালমানের।
গত বছর ‘ভারত’ থেকে প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর গুঞ্জন ওঠে, আর কখনোই তাঁর সঙ্গে কাজ করবেন না সালমান। ভাইজানের বাবা সেলিম খান এ প্রসঙ্গে বলেছিলেন, “যা হওয়ার হয়ে গেছে। প্রিয়াঙ্কা ‘ভারত’ করছে না, ওকে যেতে দাও। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অহরহ হয়।” তিনি জানান, প্রিয়াঙ্কার ওপর তাঁর ছেলে সালমান বিরক্ত নন।
তবে সালমান ওই ঘটনাকে ভালোভাবে নেননি। বেশ কয়েকটি সাক্ষাৎকারে তা প্রকাশও করেছেন। একটি শীর্ষ দৈনিককে তিনি বলেছিলেন, “শুটিং শুরুর মাত্র পাঁচ দিন আগে সে বলেছিল ‘ভারত’ করবে না, এটা বোধহয় ওর কাছে ভালোই লেগেছে।”
যা হোক, প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে আরো রয়েছেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। তিন বছর পর এ ছবি দিয়ে বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, পিরিয়ড ড্রামা ‘ভারত’ ছবির শুটিং কিছুদিন আগে শেষ হয়েছে। এতে সালমান-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর নতুন সংস্করণ ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।
‘টাইগার জিন্দা হ্যায়’-এর ব্যাপক সাফল্যের পর ফের সালমান ও ক্যাটরিনাকে এক করলেন আলি আব্বাস জাফর। ‘ভারত’ প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী ও ভূষণ কুমার। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টুডে