বাবুল সুপ্রিয়'র নির্বাচনী থিম সং নিষিদ্ধ
ভারতে বাবুল সুপ্রিয়-র গাওয়া থিম সং নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, থিম সং-এর ব্যাপারে কোনও ছাড়পত্র নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে। এরই মধ্যে গানটি বিভিন্ন জায়গায় বাজানো হয়েছে। সেই কারণে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গানের লাইনে লাইনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বদনাম করা হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে।
যে বিজেপি সদস্য গানটির ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন, তাঁকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির কাছ থেকে আগেই অনুমতি না নেওয়ায় নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
গতমাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন। কেন কমিশনের অনুমতি নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলা হয়। গানটি নিয়ে শাসক তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। কোনও রকম সার্টিফিকেট ছাড়াই গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় বলে অভিযোগ।
বিজেপির পক্ষে পরবর্তী পর্যায়ে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির (এমসিএমসি) কাছে আবেদন জানানো হয়। অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, এমসিএমসি এখন অনুমতি দেয়নি। এছাড়াও নির্দেশ মতো বিজেপি থিম সং-এর পরিবর্তিত কোনও রূপও জমা দেয়নি। তাঁরা তাদের পর্যবেক্ষণ ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।