প্রলোভনে পড়ে পরমব্রত ‘আজব কারখানা’য়
বাংলা গানের প্রতি ভালোবাসা থেকেই পরমব্রত চট্টোপাধ্যায় যুক্ত হয়েছেন বাংলাদেশে তাঁর চতুর্থ ছবি 'আজব কারখানা'র সঙ্গে। শবনম ফেরদৌসী পরিচালিত ছবিটিতে ওপার বাংলার এই অভিনেতা একজন রকস্টারের চরিত্রে অভিনয় করবেন। ছবিটির প্রযোজক সামিয়া জামান। এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মডেল সাদিয়া শাবনাজ ইমির।
ময়মনসিংহের কেন্দুয়ায় প্রথম পর্যায়ের শুটিং শেষে আজব কারখানার শুটিং চলছে এখন ঢাকায়। ছবিটি নির্মাণ করতে গিয়ে ‘অভিজ্ঞতার নির্মাণ’ হচ্ছে বলে উল্লেখ করেন শবনম ফেরদৌসী। সে অভিজ্ঞতায় তিনি ঐতিহ্যের সঙ্গে সেলুলয়েডে আধুনিক বাংলাদেশকে তুলে ধরতে চলেছেন। শবনম বলেন, ‘নির্মাতার দুটো জার্নি থাকে। একটা দেখতে চাওয়া, আরেকটা দেখতে পাওয়া। দুটো মিলিয়েই বোধ হয় শিল্পটা সৃষ্টি হয়। ২০১২ সালে এ গল্পটা আমার মাথায় এসেছিল, হাওরের মাঝখানে দাঁড়িয়ে, একটা তথ্যচিত্র বানাতে গিয়ে। সে গল্পটাকেই সাত বছর পর রূপ দেওয়ার আয়োজনটা হচ্ছে এখন।’
সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে একজন রকস্টারের শিকড় সন্ধানের গল্প বলা হচ্ছে। প্রযোজক হিসেবে শবনমের সংগ্রামের সাথি হয়েছেন নির্মাতা সামিয়া জামান। বাংলাদেশের মূল সুর ধরার চেষ্টাটাই ছবিটির প্রাণ, বলছেন সামিয়া। প্রযোজক হিসেবে তাঁর নতুন অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান ‘আজব কারখানা’য়। তাঁর ভাষায়, ছবিটি নিজেদেরই গল্প।
এতে রকস্টার চরিত্রে ওপার বাংলার পরমব্রতকে ভিন্ন সাজে উপস্থাপন করতে চলেছেন পরিচালক। শবনম বলেন, ‘পরমব্রত যে ধরনের চরিত্রে অভিনয় করেন, তা থেকে একদম ভেঙে বের করে আনবার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। এ জন্য অনেক গবেষণাও করতে হয়েছে।’
অভিনেতা পরমব্রতর কাছে ‘আজব কারখানা’য় কাজ করা আসলে ‘প্রলোভন’। এ যেন তাঁর আরেক সত্তা বাংলা গানকে আবিষ্কার। আড্ডায় জানালেন, ‘ছবির পরিচালক শবনম ফেরদৌসী আমাকে ফোন করে বললেন, তিনি একটি ছবি করছেন, যেখানে একজন রকস্টারের মিউজিক্যাল ইনক্লুশান, কীভাবে একটা ঘটনার মধ্য দিয়ে ট্রান্সফর্ম হয়, তা বলা হবে। ফোনে খুব সংক্ষেপে আলাপ হলো। কিন্তু তা শুনেই আমার মনে হলো, এই রকস্টারের যে মানসিক যাত্রা, সেই যাত্রাটার সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে। তা ছাড়া আমার নিজের গান-বাজনা নিয়ে একটা প্রবল আগ্রহ আছে, সে কারণে এবং এই ছবিতে, যেমন একদিকে খুব হার্ডকোর রককে এক্সপ্লোর করার সুযোগ আছে, তেমনি সুযোগ আছে বাংলার লোকায়ত গান, একেবারে মাটির গান এক্সপ্লোর করার সুযোগ। তো, এ দুই ধরনের গান-বাজনা এক্সপ্লোরের সুযোগ তো সচরাচর আসে না একসঙ্গে, তো সে সুযোগটাই প্রলোভন হিসেবে কাজ করেছে।’
শোবিজে দীর্ঘ সময় পার করে এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হলো মডেল ইমির। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের সুযোগটাকে বড় প্রাপ্তি বলে মনে করছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে বলছেন, তিনি এখনো শিখছেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান আর রক গানের মেলবন্ধন ঘটানো হয়েছে ছবি ‘আজব কারাখানা’য়।