প্রকাশিত : ৯ এপ্রিল, ২০১৯ ১৯:২৯
প্রচুর ফ্লার্ট করেন জাহ্নবী
অনলাইন ডেস্ক
প্রচুর ফ্লার্ট করেন বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহুবী কাপুর। সম্প্রতি একটি চ্যাট শোতে গিয়ে এমন মন্তন্য করেন নায়িকা। তাঁর প্রথম অনস্ক্রিন নায়ক ঈশান খট্টরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। না! সাক্ষাৎকারে সে সব নিয়ে মুখ না খুললেও জাহ্নবী সোজাসুজি জানিয়েছেন, তিনি নাকি ফ্লার্ট করতে ভালবাসেন।
জাহ্নবীর কথায়, “আমার মনে হয় আমি প্রচুর ফ্লার্ট করি। সে সময় আমি কে, তা ভাবি না। জাস্ট ফ্লার্ট করে যাই। তবে দূরত্ব বজায় রাখি।”
'ধড়ক' সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া জাহুবী কাপুর এই মুহূর্তে ‘কার্গিল গার্ল’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পেতে পারে ছবিটি।