কেন অমিতাভ বচ্চন ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন?
অমিতাভ বচ্চন নিজেই জয়া বচ্চনের জন্মদিনে নিজেদের বিয়ের রহস্য উন্মোচন করলেন। ১৯৭৩ সালে বলিউডের শাহেনশা ও জয়া বচ্চনের বিবাহ হয়েছিল। এতো বছর বাদে অমিতাভ নিজেদের বিয়ের বহু রহস্য উন্মোচন করলেন।
অমিতাভ বচ্চন জি ক্যাফের কোমল নাহাটা-র শো 'স্টোরি নাইটস ২'-তে নিজের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং বিবাহিত জীবন সম্পর্কে এমন বহু কথা বলেছেন। যা আগে কখনওই জানা যায়নি। ওই শো-তে অমিতাভ বচ্চনের কাছের প্রোডিউসার-ডিরেক্টর আর. বাল্কিও উপস্থিত ছিলেন।
জয়া বচ্চনের সঙ্গে কাটানো বহু সুন্দর মুহূর্ত শেয়ার করতে গিয়ে অমিতাভ জানিয়েছেন, তখন জয়া আর আমি জঞ্জির ফিল্মের জন্য কাজ করছিলাম। টিমের প্রায় প্রত্যেকেই ঠিক করেছিল যে, যদি সিনেমা সাফল্যের মুখ দেখে তাহলে সবাই মিলে লন্ডনে ছুটি কাটাতে যাওয়া হবে। আমি এই কথাটা যখন আমার বাবাকে জানাই তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমার সঙ্গে আর কে কে ঘুরতে যাবে?
তিনি যখনই জয়ার নাম শোনেন তখনই তিনি বলেন, তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমাদের দু'জনকে একসঙ্গে লন্ডনে যেতে দেব না। তখন আমি বলি, ঠিক আছে তাহলে কালই আমার বিয়ে করব। তাড়াহুড়োর মধ্যে সামান্য প্রস্তুতি নিয়ে বিয়ে করে নিয়েছিলাম। পরের দিনই আমার লন্ডনে চলে যাই।
এই অনুষ্ঠানে আর বাল্কি অমিতাভ বচ্চন সম্পর্কে খুবই মজাদার একটি ঘটনা শোনান। তিনি বলেন, 'আমার মনে আছে, আমি যখন তার জন্মদিনে গিয়েছিলাম তখন আমার হাতে কোনও গিফট ছিল না। তখন আমার মাথায় একটাই কথা ঘুরছিল, তাকে কী গিফট দেয়া যায়। আমার মাথায় একটা আইডিয়া আসে, আমি ফিসফিস করে তার কানে কিছু কথা বলি। কন্ঠস্বর থাকবে আপনার আর সামনে থাকবে অন্য কেউ। আর এইভাবেই এক নতুন ফিল্মের জন্ম হয়।-এনডিটিভি