শ্রাবন্তীর ‘বেস্ট টাইম’!
ভক্তদের কাছে সহজে পৌঁছানোর মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সবার মত এখানেও সক্রিয় টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিবারের সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।
সম্প্রতি, রান্নাঘরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে শ্রাবন্তীকে রুটি বানাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘বেস্ট টাইম’। তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে আসে অনলাইন মাধ্যমে।
এদিকে গত ৮ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সঙ্গীতশিল্পী তাহসান ও শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘যদি একদিন’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। বাংলাদেশসহ কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হলে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী-সোহম জুটির ‘গুগলি’ সিনেমা।