প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ১৯:৫১

'দাবাং থ্রি'র নির্মাতাকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
'দাবাং থ্রি'র নির্মাতাকে আইনি নোটিশ

আবারও ঝামেলায় জড়ালেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে ভারতের মধ্যপ্রদেশে 'দাবাং থ্রি' ছবির শুটিং করছেন অভিনেতা। এরইমধ্যে তার ছবির নির্মাতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আর্কিওলোজিকাল সার্ভে অব ইন্ডিয়া এ নোটিশ পাঠিয়েছে।

নোটিশে মধ্য প্রদেশের জলমহালে নির্মাণে করা শুটিং সেট সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সেট সরিয়ে নেয়ার বিষয় নির্মাতা কোনো পদক্ষেপ না নিলে শুটিং বন্ধ করে দেয়া হবে।

নর্মদা নদীর তীরে শুটিংয়ের সময় একটি প্রাচীন মূর্তি নষ্ট করার অভিযোগও আনা হয়েছে নির্মাতার বিরুদ্ধে। 'দাবাং থ্রি' ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা এবং এতে আরও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা ও কিচ্চা সুদীপ। এই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উপরে