প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ০১:০৫
জয়পুরহাটে বিভিন্ন মন্দির পরিদর্শন করল সেনাবাহিনী
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) পাঁচবিবি উপজেলার কেন্দ্রীয় বারোয়ারী মন্দির ও উচাই আদিবাসী সর্বজনীন পূজা মন্দিরে উদযাপিত শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তারা। এসময় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও পুরোহিতদের সাথে কথা বলেন জয়পুরহাট সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল জুবায়ের শফিক।
এসময় তিনি সুন্দর, সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন । তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ও আনসার সদস্যদেরকে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। সেই সাথে যে কোন পরিস্থিতিতে জয়পুরহাট জেলায় নিয়োজিত সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তিনি খ্রিস্টান স (SAMS) সেভেত্থ ডে অ্যাডভেন্টিস সেমিনারী স্কুল ও পাথরঘাটা সাধু পিতর ও পৌলের গির্জা পরিদর্শন করেন। সেনাবাহিনী টহল দলের সাথে আরো উপস্থিত ছিলেন মেজর জাহিদ সাদনান (৫৯ ইবি) ।