প্রাইম ব্যাংক ও নিলয় মোটরস-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি. এবং দেশের অন্যতম মোটরসাইকেল বিপণন প্রতিষ্ঠান নিলয় মোটরস লিমিটেড এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ মে ২০২৫) প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের কার্ড হোল্ডাররা এখন থেকে নিলয় মোটরস-এর মোটরসাইকেল ক্রয়ে মাসিক কিস্তিতে (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন। এতে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক অর্থপ্রদানের মাধ্যমে পছন্দের মোটরসাইকেল ক্রয় করতে পারবেন, যা তাদের আর্থিক পরিকল্পনাকে আরও নমনীয় করে তুলবে।
চুক্তিপত্রে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ডিসট্রিবিউশন মামুর আহমেদ, এবং নিলয় মোটরস-এর পক্ষে স্বাক্ষর করেন হেড অব করপোরেট সেলস তানিম কোরেশী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; নিলয় মোটরস-এর করপোরেট সেলস বিভাগের ম্যানেজার তানভির আদনান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিলাশ দেব এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও সহজলভ্য সেবা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে আর্থিক ও প্রযুক্তিগত সমাধানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও গভীর সহযোগিতার পথ প্রশস্ত করবে।