প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ১১:১৭

দাম অপরিবর্তিত রেখে পাঁচ গুণ ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
দাম অপরিবর্তিত রেখে পাঁচ গুণ ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল
BTCL & Government Logo. Photo Source: Internet

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে। প্রতিষ্ঠানটি বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে দাম অপরিবর্তিত রেখে সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত ইন্টারনেটের গতি বৃদ্ধি করেছে।

রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম অপারেটর জানায়, একই মূল্যে গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক বেশি গতির ইন্টারনেট সুবিধা পাবেন। এর মাধ্যমে দেশের ডিজিটাল সেবা আরও গতিশীল হবে বলে আশা করছে বিটিসিএল।

নতুন উদ্যোগের অংশ হিসেবে বিটিসিএলের ‘সুলভ’ সিরিজের প্যাকেজগুলোকে পুনঃব্র্যান্ডিং করে ‘সাশ্রয়ী’ সিরিজ নামে চালু করা হয়েছে, যাতে উন্নত সুবিধার প্রতিফলন ঘটে।

বিটিসিএল জানায়, বাড়তি ব্যান্ডউইথের ফলে অনলাইন শিক্ষা, রিমোট ওয়ার্ক, এইচডি ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন ডিজিটাল কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা যাবে।

প্যাকেজ পুনর্বিন্যাস অনুযায়ী—
৪৯৯ টাকার ‘সুলভ-৫’ প্যাকেজে যেখানে আগে ৫ এমবিপিএস গতি পাওয়া যেত, সেখানে এখন ২০ এমবিপিএস গতি পাওয়া যাবে। প্যাকেজটির নতুন নাম দেওয়া হয়েছে ‘সাশ্রয়ী-২০’

৫০০ টাকার ‘সুলভ-১২’ প্যাকেজের গতি বাড়িয়ে করা হয়েছে ২৫ এমবিপিএস। একই দামে ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি এখন ‘ক্যাম্পাস-৫০’ নামে ৫০ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে।

মাঝারি মানের প্যাকেজগুলোতেও উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে।
৮০০ টাকার ‘সুলভ-১৫’ প্যাকেজে এখন মিলবে ৫০ এমবিপিএস,
১ হাজার ৫০ টাকার ‘সুলভ-২০’ প্যাকেজে গতি বেড়ে হয়েছে ১০০ এমবিপিএস,
আর ১ হাজার ১৫০ টাকার প্যাকেজে ইন্টারনেট গতি বাড়িয়ে ১২০ এমবিপিএস করা হয়েছে।

উচ্চগতির প্যাকেজ ব্যবহারকারীরাও পাচ্ছেন বাড়তি সুবিধা।
১ হাজার ৩০০ টাকার প্যাকেজে এখন ১৩০ এমবিপিএস,
১ হাজার ৫০০ টাকায় ১৫০ এমবিপিএস
এবং ১ হাজার ৭০০ টাকার ‘সুলভ-৫০’ প্যাকেজে গতি বাড়িয়ে করা হয়েছে ১৭০ এমবিপিএস। এ প্যাকেজটির নতুন নাম ‘সাশ্রয়ী-১৭০’

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের চলমান ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়ন বিটিসিএলের সর্বোচ্চ অগ্রাধিকার। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব আরও নতুন উদ্যোগ নেওয়া হবে।

উপরে