প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯ ২০:০২

গাবতলীতে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ
গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন এর পক্ষে বুধবার বিকালে গাবতলীর পাঁচমাইল এলাকা সহ বিভিন্ন জায়গায় নৌকা মার্কা ভোট চেয়ে গণসংযোগ করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক ও আমরা কৃষকের সন্তান কমিটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ইমারত আলী।

গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন এর পক্ষে বুধবার বিকালে গাবতলীর পাঁচমাইল এলাকা সহ বিভিন্ন জায়গায় নৌকা মার্কা ভোট চেয়ে গণসংযোগ করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক ও আমরা কৃষকের সন্তান কমিটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ইমারত আলী। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি মাকছুদুল হাসান রুহেল, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বকুল মিয়া, গাবতলী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মহিষাবান ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক দুদু মেম্বার, আমরা কৃষকের সন্তান কমিটির সিয়াম হোসেন প্রিয়, তন্ময় হাসান প্রিয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে পাঁচমাইল তিনমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব ইমারত আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের সকল ক্ষেত্রে উন্নয়মূলক কর্মকান্ড করে যাচ্ছেন। তারমধ্যে সবচেয়ে বেশী উন্নয়ন করেছেন কৃষি প্রধান দেশের কৃষকদের। তাই ভোটের দিক দিয়ে কৃষকেরা সংখ্যাগরিষ্ঠ। আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য সকল ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।

উপরে