প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯ ২১:৫৯

রাণীনগরে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান আজ থেকে শুরু

ষ্টাফ রিপোর্টার
রাণীনগরে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান আজ থেকে শুরু

বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একাডালা ইউনিয়নের স্থল পারিবারিক দূর্গা মন্দির অঙ্গনে ১৬ প্রহরব্যাপী (২) দিন তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আজ বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে এই মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ১৬ প্রহরব্যাপী (২)দিন তারকযহ্ম মহানাম যজ্ঞনুষ্ঠান ও ১৬ মার্চ শনিবার কুঞ্জভঙ্গ,শ্রীশ্রীমন্মহাপ্রভূর ভোগ ও ভোগ অন্তে মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের মাঙ্গলিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এবিষয়ে স্থল হরিবাসর উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন কর্মকার জানান এবারে আমরা আমাদের গ্রামে এবছর দিয়ে আটবছর ধরে এই মাঙ্গলিক অনুষ্ঠান করিতেছি ও এবারে আমাদের এখানে বিভিন্ন এলাকা হতে আগত কির্তনিয়ারা মহানাম কির্তন পরিবেশন করবেন তারা হলেন, লক্ষ্মীরাণী সম্প্রদায়, বগুড়া। নিত্য নিরাঞ্জন সম্প্রদায়, লালপুর, নাটোর। নব রীতা সম্প্রদায়, পঞ্চগড়। ব্রজগোপী সম্প্রদায়, বগুড়া। শ্রীকৃষ্ণ সম্প্রদায়, রাজশাহী ও ব্রজ রাখাল সম্প্রদায়, স্বাগতিক ও কুঞ্জসেবায় যুগল সম্প্রদায় ও তাদের দলের শিল্পীরা কির্তন পরিবেশন করবেন। এবিষয়ে তিনি আরো জানান,আমরা ধর্ম বর্ন র্নিবিশে সকলের কাছে সার্বিক সহযোগী কামনা করি এবং আগত ভক্তবৃন্দদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রতিদিন তিন বেলা প্রসাদসেবা এবং সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করেছেন বলে তিনি জানান।

উপরে