প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ২১:৫৭

বগুড়া জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে কাহালু থানা এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে কাহালু থানা এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।

বগুড়া জেলার কাহালু থানাধীন দশমাইল বাঘোপাড়া নামক স্থানে নিয়মিত জুয়া খেলার আসর বসে এবং জুয়া খেলায় অংশগ্রহন করে সাধারন জনগন স্বর্বস্ব হারাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি, এর নেতৃত্বে এবং বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব জগৎবন্ধু মন্ডল এর সহায়তায় একটি আভিযানিক দল অদ্য ১৪ মার্চ ২০১৯ ইং তারিখ ১৬.৩০ ঘটিকা হইতে ১৭.৩০ ঘটিকার পর্যন্ত সময়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৬ জন জুয়াড়িদের জুয়াখেলা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালত ০২ জনকে ৫০ দিন এবং ৪ জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড সহ প্রত্যেককে ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বগুড়া জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব ও প্রশাসনের যৌথ উদ্দ্যোগে কাহালুর জুয়ার আসরটি ভেঙ্গে দেওয়ায় এবং জুয়ারীদের সাজা প্রদান করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং এই মহৎ উদ্দ্যোগকে এলাকার সর্ব সাধারণ সাধুবাদ জানিয়েছে।

উপরে