স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় লং রান প্রতিযোগিতা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় ‘স্বাধীনতা দিবস লং রান (ম্যারাথন দৌড়) প্রতিযোগিতা-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় শহরের সার্কিট হাউস চত্বর থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু করেন। সাত সকালে প্রায় ছয় কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ। প্রায় সহস্রাধিক মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। বর্তমান সরকারের ঘোষিত পাঁচটি ভিশন সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সরকারের এই লক্ষ্য অর্জনে জনগণকে যার যে অবস্থান সম্পৃক্ত করার জন্য ‘উন্নত বাংলাদেশের জন্য দৌড়’ স্লোগানে গতকাল শনিবার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন। বর্তমান সরকারের ভিশনগুলো হচ্ছে, মধ্যম আয়ের দেশ- ভিশন ২০২১, এসডিজি অর্জন ভিশন ২০৩০, উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা ভিশন ২০৪১, স্বাধীনতার ১০০ বছর পূর্তি, উন্নতির সর্বোচ্চ শিখরে এবং নিরাপদ বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে তিনটি ভাগে ভাগ করা হয়। মিনি ম্যারাথন, মিডিয়াম ম্যারাথন ও লং ম্যারাথন। সার্কিট থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটারের মিনি ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয় শহরের কাজীর মোড় পয়েন্টে। চার কিলোমিটারের মিডিয়াম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষ হয় শহরের মুক্তির মোড়ে এবং ছয় কিলোমিটারের লং ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয় জেলা মাঠে। প্রতিযোগিতায় পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ৩০জন প্রতিযোগীকে পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। সকাল ৮টায় নওগাঁ সার্কিট হাউসের সামনে শহরের প্রধান সড়কে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় প্রমুখ। প্রতিযোগিতায় শিশু, নারী থেকে শুরু করে বিভিন্ন বয়সী সহস্রাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২৬ মার্চ স্বাধীনতার দিন পুরস্কৃত করা হবে।