প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ০৩:৩৯
প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক

কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক
কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক। গতকাল শনিবার বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন প্রজন্ম চত্ত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মোজাম্মেল হক বলেন, নির্বাচনে যাতে ভোটাররা নির্বিঘে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। কেউ যদি কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, জাল ভোট দেয় বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিশৃঙ্খলাকারী যে দলের হোক কোনো ছাড় দেয়া হবে না।তিনি আরো বলেন, নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র‌্যাবের সর্বাত্মক টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি টিম নিরলসভাবে কাজ করছে। কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেয়া হবে না।উল্লেখ্য, আজ রোববার রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থী রয়েছে।

উপরে