নিয়ামতপুরে ২শ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
 
                    
                    নওগাঁর নিয়ামতপুরে ২শ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শন (এসআই) শরিফুল ইসলাম, এরশাদ, নূর জাহিদ, মেহেদী হাসান, উপ-সহকারী পরিদর্শক (এএসআ্ই) নাজমূল ইসলাম, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান ও কনষ্টেবল আবুল কালামসহ অভিযান চালিয়ে উপজেলার সদর জেলা পরিষদ অডিটোরিয়ামের উত্তরে মিঠন মিষ্টান্ন ভান্ডারের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর জরদাপাড়া গ্রামের হুমায়ন কবির ও আলেয়া বেগমের ছেলে ইউসুফ আলী (২৯) ও একই জেলা ও একই উপজেলার ছত্রাইসপুর হাসরাগড় গ্রামের মোঃ হামেদ আলী ও মনোয়রা বেগমের ছেলে মনিরুল ইসলাম (২৬) কে দুইটি তেলের কন্টেইনার ভর্তি ২শ ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ বিষয়ে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সদরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামের উত্তরে মিঠন মিষ্টান্ন ভান্ডরের সামনে দুইটি তেলের কন্টেইনার ভর্তি ২শ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করি। স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে ৮টি ইউনিয়নে দুটি করে মোট ১৬টি টিম প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি বাড়ী বাড়ী চিরুনি অভিযান চালাচ্ছি। আর এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                