প্রকাশিত : ১ মে, ২০১৯ ০৭:০৫

ধুনটে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন
বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার বগুড়ার ধুনটে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বগুড়ার ধুনটে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরে সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের ৮০জন প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সহকারী প্রধান কর্মকর্তা আবু কাউছার, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন প্রমূখ।

উপরে