প্রকাশিত : ১ মে, ২০১৯ ০৭:২৪

মান্দায় কীটনাশকের দোকানে ১০ হাজার টাকা জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
মান্দায় কীটনাশকের দোকানে
১০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে প্রসাদপুর বাজারের মেসার্স জামিলা ট্রেডার্স ও মেসার্স কাজী ট্রেডার্সের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও খন্দকার মুশফিকুর রহমান। ইউএনও খন্দকার মুশফিকুর রহমান জানান, মেসার্স জামিলা ট্রেডার্সের মালিক নুর বক্স মন্ডলের দোকানে বায়ার ক্রপ সাইন্স কোম্পানির নাটিভো বিক্রি করা হলেও ক্রয়মেমো দেখাতে ব্যর্থ হন তিনি। এ অভিযোগে ভোক্তা অধিকার আইন ও ১৯৭১ সালের বালাই নাশক ধারায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স কাজী ট্রেডার্সের মালিক ইসরাফিল হোসেন আবুলের দোকানে বেশি দামে সার ও খোলা কীটনাশক বিক্রির করার অভিযোগে একই ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, উপসহকারি কৃষি কর্মকর্তা উৎসব কুমার হাজরা, রেজাউল করিম ও সাইদুর রহমান রাজা, মান্দা থানার সহকারি উপপরিদর্শক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। 

উপরে