কালাইয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে ইভটিজিং,যৌনহয়রানী,বাল্যবিবাহ ও মাদকের কুফল সর্ম্পকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কালাই সসরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ,কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, কারিগরি কলেজের অধ্যক্ষ মো: ফিদা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো: মনোয়ারুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন,কালাই এম ইউ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন ,পুনট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,বিয়ালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দিন, মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক আলী, শান্তিনগর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমূখ।