প্রকাশিত : ৬ মে, ২০১৯ ০১:৫১
বীর মুক্তিযোদ্ধা মোকাম্বর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সুখানপুকুর (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকাম্বর আলী (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: শফিকুর আলম। ছবি- চাঁদনী বাজার
গতকাল বগুড়া সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকাম্বর আলী (৭৫) কে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর জানাজা শেষে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: শফিকুর আলম। তার নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।