প্রকাশিত : ৭ মে, ২০১৯ ২১:০৮

রোজার প্রথমদিনে জমজমাট শেরপুরের ইফতার বাজার

শুভ কুন্ডু, প্রতিনিধি, শেরপুর-বগুড়াঃ
রোজার প্রথমদিনে জমজমাট শেরপুরের ইফতার বাজার

বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। গতকাল মঙ্গলবার (৭মে) ছিল মাহে রমজানের প্রথম দিন। আর রমজানের প্রথম দিনে ইফতারের বাজার ও দোকানগুলো ছিল সরগরম। দুপুরের পর থেকেই বিক্রেতারা ক্রেতাদের দৃষ্টি আকর্শনের জন্য বাহারি রকমের ইফতারের আয়োজন করেছিল। বিশেষ করে ছোলা বুট, পিয়াজু, সবজি রোল, থেজুর, মুড়ির পাশাপাশি, সামুচা, চপ, ঝিলাপি সহ বাহারি রকমের পসরা সাজিয়ে রেখেছিল দোকানিরা। এছারা ফলের দোকান গুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। কলা, ডাব, বেল সহ বিভিন্ন ধরনের ফল সামগ্রী কিনতে দেখা গেছে রোজার প্রখম দিনে। দেখা গেছে দুপুরের পর থেকেই ইফতার সামগ্রী কিনতে ব্যস্ত হয়ে পড়েছিল রোজাদাররা। শেরপুর শহরের বিভিন্ন স্থান সরেজমিনে ঘুরে দেখা গেছে, হোটেল জলযোগ, সাউদিয়া, হোটেল জয় দূর্গা, হেটেল কিনাম, হেটেল আখিমনি সহ নামকরা হোটেল ও রেস্তোরাগুলোতে ক্রেতাদের উপচে পরা ভিড়। তবে পিছিয়ে ছিলনা সাধারণ হোটেলগুলোও। এছাড়া পাড়া-মহল্লায় ইফতারের খাবারের দোকানগুলোও ছিল লক্ষনিয়। যদিও অতিরিক্ত গরমে খুব কষ্ট করে হলেও সিরিয়াল দিয়ে ইফতার কিনতে দেখা গেছে রোজাদারদের। শেরপুর ব্যসস্টান্ডে অবস্থিত হোটেল সুপার সাউদিয়া থেকে ইফতার কিনতে আসা বগুড়া জর্জ কোর্টের অতিরিক্ত পিপি এড: খায়রুল বাসার সোহাগ বলেন, বাড়িতে ইফতারের কিছু আইটেম তৈরী করা হয়। কিন্তু তারপরেও বাহির থেকে ছোলা, জিলাপি, বেগুনি ও কিছু ফল কিনতে আসতেই হয়। দোকানিরা জানান, রমজানের প্রথম দিনে যে পরিমান বেচাকেনা হয়েছে তা নিয়ে সন্তুষ্ট তারা। তবে অতিরিক্ত রোদের তাপমাত্রা না থাকলে ক্রেতাদের উপস্থিতি আরও বেশি হতো।

উপরে