প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ২৩:০৮

দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ১৩মে দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা দায়িত্বপ্রাপ্ত ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাহে রমজানের  পবিত্রতা রক্ষা ও এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন কল্পে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, এসএম হেলাল, উপজেলা আ’লীগের সহসভাপতি আমিনুর রহমান, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, প্রবীণ সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, শ্রমিকনেতা মহিদুল ইসলাম প্রমুখ।

উপরে