জয়পুরহাটে ধানের মুল্য কম হওয়ায় রাস্তায় ধান ছিটিয়ে ও পুড়িয়ে দিয়ে প্রতিবাদ
চলতি ইরি-বোরো মৌসূমে ধান কাটা-মাড়াই শুরু হলেও হাসি নেই কৃষকদেও মুখে। স্মরনকালের মহা দরপতনের শিকার বোরো চাষীরা বুধবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্টে রাস্তায় ধান ছিটিয়ে ও পুড়িয়ে দিয়ে প্রতিবাদ জানান। এ ছাড়া তারা ধানের ন্যায্য দামের দাবীতে প্রায় এক ঘন্টা ব্যাপী মানব বন্ধনে অংশ নেন। বর্তমান বোরো মৌসূমে ধানের বাজার দর চলছে মোটা ধান মন প্রতি ৪৫০/ ৪৬০ টাকা ও চিকন ধান মন প্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা। এ অবস্থায় কৃষকরা বিঘা প্রতি সর্বোচ্চ উৎপাদিত ১৮-২০ মন ধানে লোকসান গুনবেন ৪/৫ হাজার টাকা।
এ অবস্থায় বিপাকে পড়া কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় রাস্তায় ধান ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদসহ মানব বন্ধন কর্মসূচি পালন করেন। মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন- জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক এম এ রশিদ, জেলা জাসদেও আহবায়ক ওয়াজেদ পারভেজ, জেলা মার্কসবাদী বাসদ নেতা ওবায়দুল মুছাসহ স্থানীয় কৃষকরা।
বক্তারা অবিলম্বে মোটা ধানের দাম মন ৮০০ টাকা ও চিকন ধানের দাম ৯০০ টাকার দাবী জানান।এ কর্মসূচির আয়োজন করেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ নামের একটি রাজনৈতিক সংগঠন।