বগুড়ার ধুনটে জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ধুনট থানা পুলিশের সহযোগিতায় ওই জুয়ার আসর গুড়িয়ে দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান জানান, দীর্ঘদিন যাবত এলাঙ্গী ইউনিয়নের দিদারপাড়া এলাকার ঈদগাহ্ মাঠের সড়কের পাশের একটি টিনের ঘরে জুয়ার আসর পরিচালনা করে আসছিল একটি চক্র। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা যায়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান তাস, সিগারেট, কোল্ড ড্রিংকসের খালি বোতল, ব্যাটারী ও জুয়ার বোর্ড জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ধুনট উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।