প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ১৪:৩৯

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে পত্নীতলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে পত্নীতলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রনালয় ও জাতীয় মহিলা সংস্থার সহযোগীতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় এর অধীনে তথ্য আপার উঠান বৈঠক কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন মঙ্গলবার বিকেলে উপজেলার পাটিচরা ইউপিতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা খাদ্য কর্মকর্ত বীর মুক্তিযোদ্ধা এসএম আরমান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, জাতীয় মহিলা সংস্থার আমিনুল ইসলাম, তথ্য আপা প্রতিনিধি হাসি সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

উপরে