প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ১৫:০৩
পত্নীতলার নির্মইল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
জাহাঙ্গীর আলম, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার বেলা ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বাজেট বাজেট পেশ করেন ইউপি সচিব ফরহাদ হোসেন। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নির্মইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, নাথুরহাট ফুলবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক শামসুদ্দিন, ওসমান গণি প্রমুখ।
উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে (রাজস্ব) ৭ লক্ষ, (উন্নয়ন) আয় ৯৭ লক্ষ ৫২ হাজার ৩২০ টাকা। ব্যয় (রাজস্ব) ধরা হয়েছে ৭ লক্ষ টাকা এবং (উন্নয়ন) ব্যায় ৯৭ লক্ষ ৫২ হাজার ৩২০ টাকা। উদ্বৃত্ত সমপরিমান টাকা দেখানো হয়েছে। এসময় ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।