প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ২০:৩২
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৬
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মাদারপুর নামক স্থানে যাত্রীবাহী দিবাকোচ ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাতনামা ট্রাক চালক নিহত এবং ৬ যাত্রী আহত হয়েছে। আজ বিকেলে মহাসড়কের মাদারপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।
মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিবাকোচ সালমা পরিবহন (নং-ঢাকা-মেট্রো-ব-১৫-০৪৯৪) এর সাথে রংপুরগামী ট্রাক (নং-চুয়াডাঙ্গা-ট-১১-০৬৮৬) এর মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং ৬ জন কোচযাত্রী আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।