যুগ্ম সচিব হলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব
রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এরআগে তাকে উপ-সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বদলী করা হয়েছিলো। গতকাল রবিবার দুপুরে যুগ্ম সচিব হিসেবে তার এই পদোন্নতির সংবাদ ফ্যাক্স বার্তা যোগে তার কার্যালয়ে এসে পৌছুলে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সকল কর্মকর্তা এবং কর্মচারীরা সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক এনামুল হাবীবকে মিষ্টি মুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে, জনাব এনামুল হাবীবের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি‘র সংবাদ পেয়ে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন রংপুরের সভাপতি ও দৈনিক খোলা কাগজ রংপুর অফিস প্রধান সুশান্ত ভৌমিকের পক্ষ থেকে এনামুল হাবীবকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
এসময় ফুলেল শুভেচ্ছা জানানোর সময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলার দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল,মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক চায়না চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।