প্রকাশিত : ১৭ জুন, ২০১৯ ২২:২৩

শাজাহানপুরে কমিউনিটি সচেতনতামূলক সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে কমিউনিটি সচেতনতামূলক সভা

বগুড়া জেলা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় গতকাল সোমবার বগুড়ার শাজাহানপুরের মোস্তাইল বন্দরে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার হেলেনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, ইউএনএফপিএ’র জেলা কর্মকর্তা তামিমা নাসরিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ। থানার সেকেন্ড অফিসার এস.আই রামজীবন ভৌমিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীউল হক, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু, ব্যবসায়ী শফিকুল ইসলাম, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল কাদের মাস্টার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সম্প্রতি যুব ও তরুণ সমাজ মাদক, ইভটিজিং, সাইবার ক্রাইম, জঙ্গীবাদের মতো নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে সমাজে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, অপহরণ, বিবাহ বিচ্ছেদ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সমাজের প্রতিটি মানুষ যদি এসব বিষয়ে সচেতন হয়, তাহলে এসবের হাত থেকে ব্যক্তি, পরিবার ও সমাজ রক্ষা পাবে। সভা শেষে সমবেত জনতার সামনে মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন মোস্তাইল গ্রামের মুনসুরের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদশা মিয়া (৫২)।

উপরে