প্রকাশিত : ২৭ জুন, ২০১৯ ১৯:৪৯
নন্দীগ্রামে উন্নত মৎস্য প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে উন্নত মৎস্য প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে। ২৭শে জুন বিকেল ৩টায় উপজেলা মৎস্য ভবনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রকল্পের আওতায় উন্নত মৎস্য প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার, মৎস্যচাষী আবু রায়হান, নিরঞ্জন চন্দ্র, গিয়াস উদ্দিন, কোহিনুর বেগম ও আঞ্জুয়ারা বেগম প্রমুখ।