প্রকাশিত : ২৭ জুন, ২০১৯ ১৯:৫৫

শনিবার বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২২ পদে লড়ছেন ৩৯ জন

ষ্টাফ রিপোর্টার
শনিবার বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২২ পদে লড়ছেন ৩৯ জন
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাগর কুমার রায়, নুরুল আলম টুটুল, মোঃ আলহাজ¦ শেখ, মোঃ সাইরুল ইসলাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক মোঃ তানভির আলম, মোঃ মাছুদুর রহমান মিলন ও অতিঃ সাঃ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

২৯ জুন শনিবার বগুড়ার ক্রীড়া সংগঠকদের সংগঠন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারনায় জমে উঠেছে। সংগঠনটির এবারের নির্বাচনে নির্বাহী কমিটির ৮ টি পদের মধ্যে ৫ টি পদে নির্বাচন হচ্ছে। অবশিষ্ট ৩ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতয়ি নির্বাচিত হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারি মারুফ সুমন জানান, এবারের নির্বাচনে সংগঠনের ভোটার রয়েছেন ১১৭ জন। আগামী ২৯ জুন শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে একটানা ভোটগ্রহন করা হবে। এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন (ব্যালট ক্রম অনুযায়ী) নুরুল আলম টুটুল, মোঃ আলহাজ¦ শেখ, মোঃ সাইরুল ইসলাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাগর কুমার রায় (নির্বাচিত হবেন ৪ জন)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ তানভির আলম, মোঃ মাছুদুর রহমান মিলন (নির্বাচিত হবেন ১ জন)। অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), যুগ্ম সাধারণ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত) অশক রায়, সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু। কোষাধ্যক্ষ পদে শাজাহান আলী বাবু, শামীম কামাল শামীম ( নির্বাচিত হবেন ১ জন)। কার্য নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল, আমিনুল ফরিদ, আল রাজী জুয়েল, ইসতিয়াক আহম্মেদ, এ,টি,এম শফিকুল হাসান জুয়েল, খালেদ মাহমুদ রুবেল, গোলাম রব্বানী, জামিলুর রহমান জামিল, টি,এম মামুন, মাফুজুল ইসলাম রাজ, মাশরাফী হিরো, মুনছুর আল মোছাদ্দেক (শেখ রানা), মোঃ আরিফুর রহমান আরিফ, মোঃ আলাউদ্দিন, মোঃ ইমদাদুল হক রত্ন, মোঃ এ্যাডোনিস বাবু তালুকদার, মোঃ খায়রুল আনাম পুলক, মোঃ জুলফিকার রহমান শান্ত, মোঃ ফিরোজ ইসলাম, মোঃ মোতাহার হোসেন, মোঃ মোস্তাকিম রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম বাবু, মোঃ শহিদুল ইসলাম স্বপন, মোঃ হাসান আলী আলাল, লুৎফুল বাশার মোঃ আব্দুল মোমিন বুলু, সাজেদুর রহমান শাহীন (নির্বাচিত হবেন ১৪ জন)।

কার্য নির্বাহী সদস্য (সংরক্ষিত মহিলা) জাকিয়া সুলতানা আলেয়া, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, হাছনা খাতুন (নির্বাচিত হবেন ২ জন)। নির্বাহী সদস্য (উপজেলা কোটায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত) আছাদুর রহমান দুলু, আবু সুফিয়ান শফিক।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনিসুর রহমান জানান, পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও পুলিশ সুপার সহ-সভাপতি থাকবেন। এছাড়া অবশিষ্ট পদ গুলোতে নির্বাচন হচ্ছে। এরমধ্যে ৩ টি পদের প্রার্থীদের কোন প্রতিদ্বন্দী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

উপরে