প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ২৩:২৩

শেরপুরে নকল নবীসদের চাকুরী সরকারি করণের দাবীতে বিক্ষোভ

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে নকল নবীসদের চাকুরী সরকারি করণের দাবীতে বিক্ষোভ

এক দফা এক দাবী মেনে নাও, মেহনতি শ্রমিকের পরাজয় নাই” এ শ্লোগান সামনে রেখে বাংলাদেশ আইন মন্ত্রনালয়ের অধীনে নিবন্ধন অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন সাব-রেজিস্ট্রি অফিসের সকল নকল নবীসদের চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভূক্ত করনের দাবীতে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার দুপুরে বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে নকল নবীসরা বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেন।

এ কর্মসুচীতে বক্তব্য রাখেন বগুড়া জেলার নকল নবীস এসোসিশেনের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. মঞ্জুরী বেগম, সহ সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, শেরপুর শাখার আহবায়ক হাসিনা মমতাজ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শফিকুল বারী, সদস্য সচিব খুকু সান্যাল, নকল নবীস রেজাউল করিম, আব্দুল জলিল, নাসিমা খাতুন, ইয়াসমিন, সনাতন, সুফিয়া খাতুন, আঞ্জুয়ারা, নিলিমা, হেলেনা খাতুন, পাপিয়া খাতুন প্রমুখ। নেতারা দেশের সকল নকল নবীসদের অবিলম্বে রাজস্ব খাতে অর্ন্তভূক্তকরনের দাবী জানায়।

উপরে