প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯ ০৮:০২

শেখ হাসিনা সরকার গরীব অসহায় মানুষের সরকার -আসাদুর রহমান দুলু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
শেখ হাসিনা সরকার গরীব অসহায় মানুষের সরকার -আসাদুর রহমান দুলু

বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান-এড. আসাদুর রহমান দুলু বলেছেন, শেখ হাসিনা সরকার গরীব অসহায় ও দুস্থ মানুষের সরকার। তাই সকল প্রাকৃতিক দূর্যোগে আওয়ামীলীগের সকল স্তরের নেতৃবৃন্দ বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি গতকাল শনিবার বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার বিশ্বের মডেল সরকার। এ সরকার বন্যা মোকাবেলায় সদা প্রস্তুুত। এদেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে না থাকে এজন্য সরকার সচেষ্ট রয়েছে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, আলহাজ্ব জোব্বার মাস্টাার, বেল্লাল মাস্টার, সাবেক ইউপি সদস্য জেসমিন আক্তার, মোঃ সেলিম মিয়া, রেজভী আহম্মেদ, মামুনুর রশিদ, মিজু ইসলাম, জোসনা বেগম, সুইট মিয়া, সোহেল রানা, সেলিম মিয়া প্রমুখ। এ সময় তিনি প্রায় ৫ হাজার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

উপরে