প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯ ২০:০৩

বগুড়া জেলা পুলিশ ও বেসরকারি সংস্থার ধুনটে ত্রাণ বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা পুলিশ ও বেসরকারি সংস্থার  ধুনটে ত্রাণ বিতরণ
বগুড়ার ধুনটে মানবিক বাংলাদেশ সংগঠনের আয়োজনে বৈশাখী চরের কব্যালিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাংসদ পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

বগুড়া জেলা পুলিশ ও মানবিক বাংলাদেশের পৃথক আয়োজনে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এম,জে,এল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। 

আজ মঙ্গলবার বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, তদন্ত ফারুকুল ইসলাম, এম,জে,এল বাংলাদেশ লিমিটেডের এজিএম ওয়াহিদুজ্জামান, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, এসআই মন্তাজ আলী, এসআই শরিফুল ইসলাম, এসআই শাহীন, এসআই প্রদীপ কুমার, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।

অপরদিকে সোমবার বিকেলে মানবিক বাংলাদেশ সংগঠনের আয়োজনে ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী চরের ১ হাজার ২৫০ জন বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংসদ পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আদম তমিজি হকের ব্যক্তিগত সহকারী জাহিদুল ইসলাম, হেড অব আইটি কর্মকর্তা একেএম সাজ্জাদুর রহমান, এ্যাডভাইজার আব্দুল মির কাশেম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।

উপরে