প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯ ০৭:৫৬

বিরামপুরে আতংক ও গণপিটুনি রোধে পুলিশের মাইকিং

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে আতংক ও গণপিটুনি রোধে পুলিশের মাইকিং

 ছেলেধরা আতংক ও গণপিটুনির গুজবে কান না দিতে এলাকাবাসিকে সচেতন করতে বিরামপুর উপজেলা প্রশাসন ও বিরামপুর থানার পক্ষে বুধবার (২৪ জুলাই) পৌর শহর ও অতন্ত্য অঞ্চলে মাইকিং এবং শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে সেমিনার শুরু করেছে।

 এব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সাধারণ মানুষ গুজবে যেন কান না দেয় ও ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অপরিচিতদের না মারার জন্য পুলিশ প্রশাসন মাইকিংয়ের ব্যবস্থা করেছে এবং স্কুল গুলোতে ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘেœ আসা যাওয়া করতে পারে সে ব্যাপারে নজরদারী চলছে। বিরামপুর পৌর শহর ও ৭টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় একযোগে প্রচারণ চালানো হচ্ছে। প্রয়োজনে  পুলিশ কন্ট্রোল রুমে ৯৯৯ নম্বরে অথবা বিরামপুর থানার ০১৭৬৬৬১০০১০ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, জনসাধারণ গুজবের আতংকে গণপিটুনি দিয়ে কাউকে হতাহত করা দ-নীয় অপরাধ।  মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে ঐ সকল কাজ থেকে বিরত থাকার জন্য আহ্ববান জানানো হচ্ছে।

উপরে